আ: রশিদ তালুকদার: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী রুমেজ তালুকদার (৪০) ফাঁসিতে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলার গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমেজ তালুকদার ওই গ্রামের মৃত আবু সাঈদ তালুকদারের ছেলে।
জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান স্বামী রুমেজ তালুকদার। এর এক ঘন্টা পর বাড়ির পাশে সামাজিক বনায়নে আকাশমনি গাছের ডালে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে সখীপুর থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।