সখীপুরে হাসপাতাল থেকে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথেই স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যাওয়া স্বামীর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার পথেই স্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত আটটার দিকে ঢাকা-সখীপুর সড়কের উপজেলার তক্তারচালা এলাকায় পৌঁছালে স্ত্রী পেয়ারা বেগম (৪০) মারা যায়। ওই দম্পতির বাড়ি উপজেলার দাড়িয়াপুর গ্রামের মাজারপাড় এলাকায়। তাঁদের এক মেয়ে সন্তান রয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকাবাসী জানান, গত তিনদিন আগে উপজেলার দাড়িয়াপুর গ্রামের নেওয়াজ মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নেওয়াজ মিয়া মারা যান। বুধবার রাতে স্ত্রী পেয়ারা বেগম ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে স্বামীর লাশ নিয়ে আসার সময় তক্তারচালা বাজার এলাকায় পৌঁছলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে সঙ্গে থাকা স্বজনরা রাত আটটার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসুস্থ হয়ে স্বামী হাসপাতালে গেলেও -স্ত্রীও লাশ হয়ে বাড়ি ফিরলেন ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.