নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

সোমবার বিকেলে প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
টাঙ্গাইল-৮ (সখীপুর- বাসাইল) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের গণসংবর্ধনা নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশের জের ধরে সংসদ সদস্যের অনুসারীরা গতকাল রোববার দুপুরে সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুত্তলিকা দাহ করে। এর প্রতিবাদে গতকাল বিকেলে সখীপুর প্রেসক্লাব মৌন মিছিল কর্মসূচি পালন করে।
জানা যায়, গত শনিবার দৈনিক প্রথম আলোতে শিক্ষকের টাকায় সংবর্ধনা শিরোনামে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সংসদ সদস্যের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সভা ও সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করে।
সখীপুর প্রেসক্লাবের সভাপতি বিরুদ্ধে সংসদ সদস্যের অনুসারীরা এ ধরনের ন্যক্কারজনক কর্মসূচি পালন করায় সখীপুর প্রেসক্লাব গতকাল বেলা ২ টায় জরুরি সভা ডেকে সভায় সংসদ সদস্যের অনুসারীদের প্রতি নিন্দা জ্ঞাপন, সংসদ সদস্যের সব ধরনের অনুষ্ঠান বর্জনসহ নানা কর্মসূচি হাতে নেয়। তারই অংশ হিসেবে ঘোষিত কর্মসূচির ২য় দিনে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন।