সফলতার পুরস্কার পেলেন ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম


মো: নাসির উদ্দিন, ভূঞাপুর : জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক ব্যবসায়ী-সেবনকারীদের বিরুদ্ধে অভিযান ও মাদক উদ্ধার, ইভটিজিং, বাল্য বিবাহ বন্ধ ও এর বিরুদ্ধে লাল কার্ড, দেখানো, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতির বিশেষ অভিযান সফলতার সাথে পরিচালনা করা ও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার পেলেন টাঙ্গাইলের ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম।বুধবার টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক মাসিক অপরাধ দমন সভা ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ নিরাপত্তা জোরদার এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের আলোচনা অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) ওসি মো. রাশিদুল ইসলামের হাতে এ পুরস্কারটি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির খসরু, সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল মতিন প্রমুখ। এছাড়াও ডিআইও-১, ওসি ও ডিবি এবং টিআইসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.