আঃ রশিদ তালুকদার: আজ ৭ ডিসেম্বর বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, টিভি অনুষ্ঠান নির্মাতা, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার নৃপেণ বিশ্বাসের ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নৃপেণ বিশ্বাস স্মৃতি সংসদ, ভূঞাপুর, ঘাটাইল ও গোপালপুর প্রেসক্লাব এবং তার পরিবার নানা কর্মসূচি আয়োজন করবে বলে নৃপেন বিশ্বাস স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজন বিশ্বাস নিশ্চিত করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে স্মরণ সভা, বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ ও কৃর্তানুষ্ঠান। ভূঞাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত স্মরণ সভায় সাংবাদিক, সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিবেন।
নৃপেণ বিশ্বাস ২ ফ্রেব্রুয়ারী ১৯৫৬ সালে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ননদনগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গোপাল বিশ্বাস, মা মালতী বিশ্বাস। তিনি ১৯৭৮ সালে টাঙ্গাইল থেকে প্রকাশিত পাক্ষিক “ঝংকার” পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। ওই সময় তিনি “দৈনিক বাংলার বাণী” ঘাটাইল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে ঢাকায় গিয়ে তিনি “তারকালোক” ও “কিশোর তারকালোক” পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এর পর পাক্ষিক তারকাবিচিত্রায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৯৫ সালে তিনি দৈনিক আজকের কাগজে স্টাফরিপোর্টার নিযুক্ত হন। তিনি বেশ কিছু দিন বে-সরকারি টিভি “এটিএন” বাংলায় কাজ করেন। ১৯৯৮ সালে নৃপেণ বিশ্বাস বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সৃজনশীল সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তিনি বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, কাব্য, প্রবন্ধ রচনা ও টিভি অনুষ্ঠান নির্মাণ করেন। বিটিভি, এনটিএন বাংলা, এনটিভি ও চ্যানেল আই এ প্রচারিত হয়েছে তার একাধিক অনুষ্ঠান। টিভি সাংবাদিকতাকে সমৃদ্ধ করতে তিনি নেতৃত্ব দিয়েছেন। প্যাকেজ নির্মাণ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ পাস প্রতিষ্ঠার মাধ্যমে টিভি অনুষ্ঠান নির্মাণে তিনি বিশেষ কৃতিত্ব দেখান। গুণী এই সাংবাদিক ও লেখক ২০০৩ সালের ৭ ডিসেম্বর দুরারোগ্য ব্যাধি ক্যন্সারে আক্রান্ত হয়ে পরোলোক গমন করেন।
এটাও চেক করতে পারেন
টাঙ্গাইলে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলে শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা বিএনপির আয়োজনে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি ও …