নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভুঞাপুরে গ্রাম্য সমাজ নিয়ে সালিশি বৈঠকে তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজিত হয়ে হৃদরোগে মান্নান মন্ডল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি উপজেলার গাবসারা ইউনিয়নের ডিগ্রীর চর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১৪ আগস্ট) বিকালে স্থানীয় এক মাতাব্বরের বাড়ীতে এ ঘটনা ঘটে।

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, গ্রামের সমাজ নিয়ে এলাকার গণ্যমান্যরা সালিশে বসেন। এ সময় সালিশে তর্কাতর্কির এক পর্যায়ে মান্নান উত্তেজিত হলে হৃদরোগে আক্রান্ত হয়। পরে তাকে উদ্ধার করে ভুঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।এছাড়া ওই সালিশে ইউপি সদস্য দুল্লু ও শিক্ষক স্বপন একই রোগে আক্রান্ত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।