সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলা;দোষীদের শাস্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু সম্প্রদায়দের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও উপজেলা সর্বজনীন পূজা উৎযাপন কমিটির আয়োজনে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তারা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রæত শাস্তির আওতায় আনার দাবি জানান।সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সুজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখতার হোসেন খান, মাদকের বিরুদ্ধে আমরা সংগঠনের সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু,ভূঞাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, উপজেলা সর্বজনীন পূজা উৎযাপন কমিটির সম্পাদক অভিজিৎ ঘোষ, উপজেলা উদীচীর সম্পাদক সরোয়ার হোসেন লাভলু, দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর জেলা সমন্বয়কারী মো. মাহমুদ আলী, সেবকের উপজেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার, অনলাইন ভিত্তিক সংগঠন ইবরাহীম খার আলোকিত ভূঞাপুর এর সভাপতি কামরান পারভেজ ইভান, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহুরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.