সেনাবাহিনীর কোয়ারেন্টাইন কেন্দ্রের যে নতুন নম্বরে যোগাযোগ করতে হবে

লোকাল নিউজ ডেস্ক : সেনাবাহিনী পরিচালিত কোয়ারেন্টাইন নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগের জন্য নতুন নম্বর দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পাঠানো আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেনাবাহিনী কর্তৃক কোয়ারেন্টাইন নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগের জন্য এর আগে প্রদত্ত সব নম্বরের পরিবর্তে শুধু ০১৭৬৯০৪৫৭৩৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হলো।’

রাজধানীর আশকোনা ও উত্তরার দিয়াবাড়ীর কোয়ারেন্টাইন কেন্দ্রের জন্য ৪ টি নম্বরে যোগাযোগ করতে বলেছিল আইএসপিআর।আশকোনা কোয়ারেন্টাইন ক্যাম্পের কার্যক্রম চালু হলেও দিয়াবাড়ীর কার্যক্রম বিলম্বিত হচ্ছে। নভেল করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরতদের সবার ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। এদের মধ্যে যাদের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা যাবে না, তাদের হোম কোয়ারেন্টাইনে আর যাদের সন্দেহ হবে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

আইএসপিআর বলছে, বিদেশ থেকে যেসব যাত্রী আসবেন, তাদের মধ্যে যাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কোয়ারেন্টাইনে পাঠানোর মতো মনে করবে, তাদের আশকোনায় কোয়ারেন্টাইন কেন্দ্রে নেওয়া হবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

কালিহাতীতে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে মাদরাসা থেকে ঝুলন্ত অবস্থায় রাকিবুল (১১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.