সোনালিয়া রেলস্টেশনটি পাঁচ বছর আগে নির্মাণ কাজ শেষ চালুর কোনও পদক্ষেপ নেই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া-সোনালিয়া রেলস্টেশনটি পাঁচ বছর আগে নির্মাণ হলেও এর কোনও উপকার পাচ্ছেন না এলাকাবাসী। তাদের অভিযোগ, স্টেশনটি নির্মাণ হওয়ার পর তারা আশা করেছিলেন  ট্রেনে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। মালামাল আনা-নেয়া করতে পারবেন। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও স্টেশনটি চালুর কোনও পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। দ্রুত স্টেশনটি চালুর দাবি জানান তারা। বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম বলেন, ‘ করটিয়া-সোনালিয়া স্টেশনটির কাজ পাঁচ বছর আগেই শেষ হয়েছে। তাই দ্রুত স্টেশনটি চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্টেশনটি চালু হলে এলাকাবাসী পরিবহন সেবাসহ বিভিন্ন ধরনের সেবা পাবেন।’ সুশাসনের জন্য প্রচারাভিযানের টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মঞ্জু রানী প্রামাণিক বলেন, ‘যে এলাকার মানুষের ট্রেনের শব্দে ঘুম ভাঙে  সেই এলাকার মানুষ ট্রেনের সুবিধা পাচ্ছে না।   অবকাঠামোসহ সকল নির্মাণ কাজ শেষ হলেও স্টেশনটি চালু না হওয়ায় লোকজন যাত্রীসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত স্টেশনটি চালুর দাবি জানান তিনি।’ টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘রেল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত স্টেশনটি চালুর উদ্যোগ নেয়া হবে।’

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.