নিজস্ব প্রতিবেদক: টাঙ্গা্ইলে কালিহাতী উপজেলার পৌলী মহাসড়েকর হানিফ পরিবহনে চলতি বাসে চালকের এক হাতে পান অন্য হাতে চুন থাকায় সামনে একটি ট্রাক আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও বাসের যাত্রী সূত্রে জানাযায়, (২২ নভেম্বর) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। হানিফ পরিবহনের বাসটি বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল চালকের এক হাতে পান অন্য হাতে চুন থাকায় সামনে একটি ট্রাক আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ।বাসের যাত্রী রুলি বেগম বলেন, আমি বগুড়া থেকে উঠেছি ঢাকা যাবো। ড্রাইভারের পেছনের আসনটিতে বসেছিলাম। দেখলাম ড্রাইভার এক হাতে পান আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছে। বাসের গতি অনেক ছিল। হঠাৎ বাসটি মহাসড়কেই উল্টে যায়। আমি খুব ভয় পেয়েছি।এদিকে মহাসড়কের মাঝখানে বাসটি উল্টে পড়ায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদো ব্রীজ পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়।পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনার শিকার বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন,হানিফ পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়েকর পৌলীতে উল্টে যায়। তবে কেউ মারা যায়নি। বাসের চালক হেলপার পালিয়ে গেছেন।