৯৭০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌর এলাকার এনায়েতপুর থেকে ৯৭০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। সোমবার(০৭ অক্টোবর) রাতে বৈল্যাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ী লায়লা তালুকদার নওগাঁ জেলার মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের মৃত. সোহরাব তালুকদারের মেয়ে এবং টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের মো. হাবিবুর রহমানের স্ত্রী।

র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে আটককৃত নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৯৭০পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার বলেন, গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান চলছে । র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.