টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলার গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।এতে বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ইতোপূর্বে গালা গ্রামে ৩-৪ জন মুক্তিযোদ্ধা ছিল। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা হয়েছে। অন্তর্বতীকালীন সরকারের কাছে বিনীত আবেদন তদন্ত সাপেক্ষে দেশের সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনতে হবে।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের সুস্থতা কামনা করেন বক্তারা।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

বিলে গোসলে নেমে দাদি-নাতনির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে গোসলে নেমে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *