দেলদুয়ারে দায়ের কোপে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে স্বামীর দায়ের কোপে গুরুতর আহত রু‌বি আক্তা‌র (২৭) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় রু‌বি আক্তা‌রের বড় ভাই বাচ্চু বাদী হ‌য়ে স্বামী রু‌বেল পালোয়ান ও তার প্রথম স্ত্রীর বিরু‌দ্ধে দেলদুয়ার থানায় মামলা দায়ের ক‌রেছেন।জানা যায়, বর্ণী গ্রামের সিদ্দিক পালোয়ানের ছেলে ইরাক প্রবাসী রুবেল পালোয়ানের সঙ্গে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার তারাকান্দি গ্রামের মৃত মোক্তার উদ্দিনের মেয়ে জর্ডান প্রবাসী রুবি আক্তারের (২৭) সঙ্গে প্রবাসে থাকা অবস্থায়ই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ বছরের ২৯ এপ্রিল রুবেল ইরাক থেকে ও ১ মে রুবি জর্ডান থেকে দেশে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুবিকে রিসিভ করে নিজ বাড়ি দেলদুয়ারের বর্ণিতে নিয়ে আসেন রুবেল। ত‌বে রু‌বে‌লের আগের একজন স্ত্রী র‌য়ে‌ছে।প্রথম স্ত্রী থাকার পরও ২ মে তারা বিয়ে করেন। পরে রুবেল সস্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কিশোরগঞ্জে বেড়াতে যান। স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে রুবেল নিজ এলাকায় চলে আসেন। স্বামী তাকে আনতে না যাওয়ায় ২০ জুন রুবি একাই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে আসেন। এরপর টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে একাধিক সময় বাগবিতণ্ডা হয়। ৩ আগস্ট রুবিকে আবার বাবার বাড়ি রেখে আসেন রুবেল। স্বামী না যাওয়ায় ১০ আগস্ট রুবি আবার একাই স্বামীর বাড়ি চলে আসেন। ১১ আগস্ট ওই টাকার হিসাব-নিকাশ নিয়ে তাদের মধ্যে ফের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল দা দিয়ে রুবির মাথায় একাধিক কোপ দেয়। এতে রুবি গুরুতর আহত হলে প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, অভিযুক্ত স্বামী রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পু‌লিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকা থেকে তাকে থানায় আনা হয়েছে। হত্যার ঘটনায় নিহত রু‌বির বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তি‌নি আরও জানান, আসামিকে রোববার আদালতে পাঠানো হ‌বে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইলে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলে শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা বিএনপির আয়োজনে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *