ভূঞাপুরে ধান খেতে ক্ষতিকর পোকা দমনে পার্চিং উৎসব

নিজস্ব প্রতিবেদক: কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে  টাঙ্গাইলের ভূঞাপুরে ধান খেতে ক্ষতিকর পোকা দমন ও কৃষকদের উদ্ধুদ্ধ করতে পার্চিং পদ্ধতি ব্যবহার উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রম্নয়ারি) বিকেলে উপজেলার বাগবাড়ী এলাকায় এ উৎসব পালন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে মো. সোবহান আলী, মাসুদ মিয়া ও মামুনসহ অন্যান্যরা।উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান বলেন, ‘ঢাকা অঞ্চলের আওতায় ধানের জমিতে ক্ষতিকারক পোকা দমনে ও কৃষকদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষে এই পার্চিং পদ্ধতি ব্যবহার উৎসব পালন করা হয়েছে।’

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *