ভূঞাপুরে নিখোঁজ হওয়ার ১০ ঘন্টা পরে শিশুর লাশ মিললো খালে

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার অন্তত ১০ ঘণ্টা পরে শিশু ইসমাইল হোসেন (৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৬টায় উপজেলার গোবিন্দাসী গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ইসমাইল হোসেন উপজেলার গোবিন্দাসী গ্রামের জরিপ শেখের ছেলে। সে গোবিন্দাসী তানিয়া খাতুন নুরানীয়া মাদরাসার নার্সারি শ্রেণির ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে নিখোঁজ হন ইসমাইল। এরপর মাইকিং ও অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধ্যান মেলেনি। মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। ১৫-১৬ বছর আগে ইসমাইলের বড় ভাই পানিতে ডুবে মারা যায়। একইভাবে এ শিশুটিকেও হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। ছেলের মরদেহ দেখে অঝোরে কাঁদছেন ও আহাজারি করছেন ইসমাইলের মা,সহ অন্যরা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে কেউ না দেখায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ভূঞাপুরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *