ভূঞাপুরে বালু ঘাটে অভিযান সাড়ে ৪ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর যমুনা নদী থেকে অবৈধ বাংলা ডেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে আ’লীগ নেতার বালু ঘাটে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

বৃহস্পতিবার (২ জুন) যমুনা নদীর গাড়াবাড়ি এলাকার বালুর ঘাটে অবৈধ বাংলা ডেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে ভূঞাপুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজুকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও তার ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ।এলাকাবাসী জানায়,দীর্ঘ দিন যাবৎ আ’লীগের কতিপয় নেতা কর্মী যমুনা নদী থেকে অবৈধ বাংলা ডেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এ ব্যাপারে মৌখিক ও লিখিত ভাবে অভিযোগ দেয়া হয়েছে। উল্লেখ্য যে বালুর ঘাট দখল নিয়ে যমুনার কোল ঘেঁষা নিকাইল ইউনিয়নে আওয়ামীলীগের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে প্রায় প্রতিদিন রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ভূঞাপুরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *