ভূঞাপুরে শ্রেষ্ঠ রোভার অ্যাওয়ার্ড পেলেন সজীব

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেষ্ঠ রোভারের অ্যাওয়ার্ড পেলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ আশরাফিয়া সিদ্দিকী সজীব।

তিনি হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট। আজ রবিবার উপজেলা অডিটরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অম্বেষন পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ডের তুলে দেন টাঙ্গাইল ২ আসনের এম পি জনাব ছোট মনির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক,লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বেলাল হোসেন।এছাড়াও বিভিন্ন বিশ্বিবদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার গ্রহণের অনুভূতি নিয়ে সজীব বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দূর থেকে দেখছিলাম পুরস্কারটি কখন আমার হাতে তুলে দেওয়া হবে। আসলে এরকম একটা মুহূর্তের জন্য বছরের পর বছর অপেক্ষা করে আসছি। এই সম্মাননা আমার জীবনে ঘটে যাওয়া মধুর সময়ের মধ্যে অন্যতম।’ ইব্রাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক রোভার স্কাউট লিডার জনাব রহিমা খাতুন বলেন, সৈয়দ আশরাফিয়া সিদ্দিকী সজীব অত্যন্ত পরিশ্রমী এবং উদ্যমী একজন রোভার। আমরা অত্যন্ত কাছ থেকে তার পরিশ্রম দেখেছি। তার এই অর্জনে আমরা গর্বিত। তার এই অর্জন ভূঞাপুর উপজেলার রোভারদের আরও অনুপ্রাণিত করবে এবং আমরা আশা করছি তার মাধ্যমে যে অর্জন শুরু হয়েছে তার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’আমি সর্বদা তার মঙ্গল কামনা করি।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ভূঞাপুরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *