সুষ্ঠু নির্বাচনের জন্যই ভিসানীতি আরোপ করেছে যুক্তরাষ্ট্র – জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ভিসানীতি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে আমাদের কোন সমস্যা নেই বরং এই ভিসানীতি সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে।

সোমবার(১২জুন) দুপুরে টাঙ্গাইল শহরের রাইফেলস ক্লাবে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
তিনি বলেন, আমাদের মূল্যস্ফীতি বেড়েছে, আয় কমেছে, রিজার্ভ কমেছে। বাংলাদেশ এখন শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করছে। শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমেছিল। বাংলাদেশের মানুষ এখনও রাস্তায় নামেনি শুধু এটুকুই তফাৎ আছে।কাদের বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে এ দেশ ঠিক হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখন সবার প্রানের দাবী। আগামী নির্বাচনে কিভাবে নির্বাচন করবো সেটা দলগত ভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিবো।তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনো কোথাও থেকে পাইনি। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। পরে রাইফেলস ক্লাব মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস সালাম চাকলাদার।
প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির ও মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মো. সেলিম উদ্দিন ও খন্দকার নাজিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম মহাসচিব গোলাম মো. রাজু ও বেলাল হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. মোজাম্মেল হক, আহসান খান আছু প্রমূখ। অনুষ্ঠান শেষে এডভোকেট ছালাম চাকলাদারকে সভাপতি ও আলহাজ¦ মোজাম্মেল হক’কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। এবং আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *