নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে শুক্রবার খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তর-দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বগিটি লাইনে তোলা হলে ট্রেনটি খুলনার উদ্দেশে যাত্রা করে। এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ায় নারী-শিশুসহ যাত্রীদের পোহাতে হয় চরম ভোগান্তি। নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে দায়িত্বরত স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ বগির সামনের দুটি চাকা বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজার কাছে দুপুর সোয়া ১টার দিকে লাইনচ্যুত হয়। এতে সেতু পূর্ব স্টেশনে ধুমকেতু এক্সপ্রেস, টাঙ্গাইল স্টেশনে একতা এক্সপ্রেস, মহেড়া স্টেশনে নীল সাগর ও জয়দেবপুর স্টেশনে বনলতা ট্রেন আটকা পড়ে। লাইনচ্যুত হওয়ায় প্রায় ৫০ মিটার লাইন কিছুটা বেঁকে যায়। বেঁকে যাওয়া অংশের মেরামতের কাজ শেষ হওয়ার পর প্রথমে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেন।