গণমানুষের কথা বলবে ঢাকা পোস্ট

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির বলেছেন, নিউজ পোর্টাল ঢাকা পোস্টের লোগোই বলে দেয় সামনে ভালো করবে পোর্টালটি। বিশ্বের অনেক দেশেই তাদের রাজধানীর নামে পত্রিকা রয়েছে। ঢাকা পোস্টও তেমন একটি। পোর্টালটি সংবাদের মাধ্যমে টাঙ্গাইলের উন্নয়ন, সন্ত্রাসী কর্মকান্ড, মানুষকে সচেতন করাসহ গণমানুষের কথা বলবে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে টাঙ্গাইলে ঢাকা পোস্ট-এর উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে কেক কেটে পোর্টালটির উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ, এনটিভির জেলা প্রতিনিধি মহব্বত হোসেন, ডেইলি স্টারের প্রতিনিধি মির্জা শাকিল, নিউএইজের প্রতিনিধি হাবিব খান, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি অরন্য ইমতেয়াজ, সময় টিভির প্রতিনিধি কাদির তালুকদার, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মামুনুর রহমান, এশিয়ান টিভির শফিকুজ্জামান মোস্তফা, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জুবায়ের মল্লিক বুলবুল, শিশুদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎসহ বিভিন্ন অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র জাহিদ হাসানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র জাহিদ হাসানের হত্যাকারীদের দ্রƒত সময়ের মধ্যে গ্রেপ্তারের পর আইনের আওতায় …

Leave a Reply

Your email address will not be published.