নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।সর্বমোট মারা গেছে ২২৭ জন। এদিকে নতুন করে জেলায় ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৮ জন। শনাক্তের হার শতকরা ২৩ দশমিক ০২ ভাগ।জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়,গত ২৪ ঘন্টায় শনিবার (৭ আগস্ট)২৭৮ টি নমুনা পরীক্ষার রির্পোটে ৬৪ জনের করোনা সনাক্ত হয়েছে।আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৮ হাজার ৩৬৫ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১০৫ জন। এছাড়া জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ৮১ জন।