ভূঞাপুরে মাদরাসা শিক্ষকের পুঁতে রাখা লাশ উদ্ধার, আটক – ৩

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরের সার পলশিয়া গ্রাম থেকে আব্দুল হক (৫৫) নামের এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে পলশিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও সার পলশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে একই গ্রামের জয়নব বেগম পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে ফোন করে ডেকে নেয় ঐ মাদরাসা শিক্ষককে।আব্দুল হক রাতে বাড়িতে না ফিরলে শুক্রবার সকালে নিহতের স্ত্রী ভূঞাপুর থানায় নিখোঁজের একটি অভিযোগ করেন । পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের কথামতো জয়নবের বাড়ি গেলে তার বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- সার পলশিয়া গ্রামের জয়নাল আবেদীন ,জাহানারা ( জয়নব) ও তার স্বামী আব্দুল বারেক।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছ। এঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

শিক্ষার্থীদের উপর শ্রমিকদের হামলা, দুই শ্রমিককে এক বছর করে কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *