টাঙ্গাই‌লে ম্যাজি‌স্ট্রেটের গা‌ড়ি‌তে আগুন দি‌য়ে‌ছে জনতা

নিজস্ব প্রতিবেদকঃযানজ‌ট ও ভোগা‌ন্তির কার‌ণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কের টাঙ্গাইল সদর উপ‌জেলার রসুলপুর এলাকায় দা‌য়িত্বরত ম্যা‌জি‌স্ট্রেটের গা‌ড়ি‌তে আগুন দি‌য়ে‌ছেন বি‌ক্ষুব্ধ জনগণ।মঙ্গলবার (৪ জুন) দুপুরে এ ঘটনা ঘ‌টে।
জানা গে‌ছে, মঙ্গলবার সকাল থে‌কে মহাসড়‌কে অজ্ঞাত কার‌ণে যানজ‌ট সৃ‌ষ্টি হয়। আর এ যানজট বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ৬৫ কি‌লোমিটার এলাকাজু‌ড়ে বিস্তৃ‌ত হয়েছে। তবে মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে ঢাকা ও উত্তরবঙ্গগামী প‌রিবহন ঠাঁয় দাঁড়ি‌য়ে আ‌ছে। মহাসড়‌কে যাত্রীবাহী বা‌সের পাশাপা‌শি ট্রা‌কের চাপও দেখা গেছে। এমন যানজ‌টে ভোগা‌ন্তিতে পড়ায় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট রোকনুজ্জামানের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা ম্যাজিস্ট্রেটের গা‌ড়ি‌তে আগুন লা‌গি‌য়ে দেন। পরে তারা বিক্রমহাটি এলাকায় গিয়ে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইলে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলে শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা বিএনপির আয়োজনে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি ও …

একটি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *