ভূঞাপুরে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২ আগষ্ট বৃহস্পতিবার পৃথক পৃথক ভাবে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তাঁর ছেলে টাঙ্গাইল-২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)। শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে বাগবাড়ী উচ্চ বিদ্যালয়,গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়, কুলছুম জামান উচ্চ বিদ্যালয়,খাসবিয়ারা দাখিল মাদ্রাসা,ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,মোবারক মাহমুদ উচ্চ বিদ্যালয়। প্রতিটি ভবনের জন্য প্রাথমিকভাবে ৭৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের দোতলার সম্প্রসারণ কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ সকল কাজ বাস্তবায়ন করবে। এদিকে দুপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ভবনের ভিত্তির স্থাপন ও প্রতিষ্ঠানটির সাত জন শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুল্লাহ আল মুজাহিদ। প্রধান অতিথি ছিলেন খন্দকার মশিউজ্জামান রোমেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক মিঞা,গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেরপাড়া মাদরাসা হাফিজিয়া ও নুরানির ফলাফল ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিমাঞ্চল লোকেরপাড়া গ্রামের আলহাজ্ব হাফেজ মাওলানা আনিসুর রহমান (রাহি:)মাদরাসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *