ভূঞাপুরে ইউপি’র উপ নির্বাচন হাড্ডা হাড্ডি লড়াই স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর মধ্যে

 

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫নং অলোয়া ইউনিয়ন পরিষদের ৩ জন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন ৩ অক্টোবর। এ নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর মধ্যে। স্বতন্ত্রপ্রার্থী মো: রহিজ উদ্দিন আকন্দ মটর সাইকেল প্রতীক নিয়ে অপর দিকে ধানের শীষ প্রতীকে মোঃ নুরুল আমীন নান্নু মধ্যে এ ভোট যুদ্ধ হবে বলে ধারণা করছে ভোটাররা। বীরমুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা মো: নূরুল আমিন নান্নু মিঞা ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিন্দ্বন্দিতা করছেন। তার সমর্থকদের দাবী সুষ্ঠ ভোট হলে তিনি বিজয়ী হবেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ঠিকাদার মো: মর্তুজ আলী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে। তবে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার ভোটারদের অভিমত সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিজয়ী হবে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ঠিকাদার মো: মর্ত্তুজ আলীর নৌকা প্রতীকের সমর্থকরা জানান, সরকার অনেক উন্নয়ন করেছে তাই সরকার দলীয় প্রার্থী বিজয়ী হবেন।

অলোয়া ইউনিয়নে সরেজমিনে ঘুরে ভোটারদের তথ্যানুযায়ী জরিপে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মো: নূরুল আমিন নান্নু মিঞা স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা, সাবেক চেয়ারম্যান বেশি জনপ্রিয়তা অর্জনকারী ২টি স্বর্ণপদকপ্রাপ্ত মো: রহিজ উদ্দিন আকন্দ ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিগত ৫ বারের পরাজিত টিকাদার মো: মর্তুজ আলী ৩ জন চেয়ারম্যান প্রার্থী ভোটের লড়াই করছে। একদিনের ব্যবধানে ৩ জন প্রার্থীর মধ্যে ভোট কমবেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামীলীগ দলীয় কোন্দল থাকায় স্বতন্ত্রী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দের মটর সাইকেল প্রতীকের ভোট সমর্থন বেশি রয়েছে বলে এলাকা সূত্রে জানা গেছে। স্বতন্ত্র প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ ও ধানের শীষ প্রার্থী নূরুল আমিন নান্নু মিঞা সঠিক, অবাধ ও নিরপেক্ষ ভোটের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার মো: তাইজুল ইসলাম ও ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার করুনা সিন্ধু চাকলাদার জানান, অলোয়া উপ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার জন্য আমরা তৎপর রয়েছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বর্ডার গার্ড, আইন পরিচালনা বাহিনী ও সাংবাদিকবৃন্দ নির্বাচনী এলাকায় তৎপর থাকিবে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *