খুঁজুন
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মধুপুরে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৪জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
মধুপুরে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৪জন নিহত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বাস – পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৪জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর)সকালে মধুপুরের মালাউরি এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রবিউল, সুজন, বেলাল (বইল্লা)। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের সবার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর।স্থানীয়রা জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী পিকআপ মধুপুর উপজেলার মালাউরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন মারা যায়। মধুপুর থানার এসআই দুলাল মিয়া বলেন, ‘বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ি থেকে ঢাকার দিকে যাচ্ছিল অপরদিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চারজন মারা যায়। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যোগ দিবেন বেগম খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ
   
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যোগ দিবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া।

আগামীকাল ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসভবন থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন।
কেগম খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পদমর্যাদার ২৬ জনকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ভূঞাপুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
   
ভূঞাপুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মী  সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৮ নভেম্বর)  বিকালে উপজেলার কষ্টাপাড়া ঈদগাহ মাঠে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।কর্মী সভায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান শাহীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদ জামিল মিন্টু।অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিএনপি নেতা তারিকুল ইসলাম সুজা ও আমজাদ প্রামাণিক। কর্মীসভায় ৩নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভূঞাপুরে পরিমাপে তেল কম দেওয়ায় ৪ ফিলিং স্টেশন মালিককে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
   
ভূঞাপুরে পরিমাপে তেল কম দেওয়ায় ৪ ফিলিং স্টেশন মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপে তেল কম দেওয়ায় ৪ ফিলিং স্টেশন মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ নভেম্বর) বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার। দণ্ডপ্রাপ্ত ফিলিং স্টেশনের মধ্যে ভূঞাপুর ফিলিং স্টেশনকে ৭ হাজার, কাকন কলি ফিলিং স্টেশনকে ১০ হাজার, যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার, এবং ভাইবন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলায় অবস্থিত এসব ফিলিং স্টেশনগুলো গ্রাহকদের ওজনে কম দিয়ে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পরিলক্ষিত হয়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘন করায় ৪টি ফিলিং স্টেশনকে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।অভিযান চলাকালে বিএসটিআই কর্তৃপক্ষ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।