খুঁজুন
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিচারের দাবিতে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ
শেখ হাসিনার বিচারের দাবিতে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১১ নবেম্বর) সকালে ১১টায় ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শুরু গোবিন্দাসী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থান শেষ করেন।মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন বলেন, রাষ্ট্র সুন্দর ভাবে চলতেছিলো কিন্তু নিষিদ্ধ সংগঠন দ্বারা এই সুন্দর রাষ্ট্র বিননষ্ট করার চেষ্টা চলছে। আমরা শহীদ জিয়া সৈনিকেরা থাকতে এটা হতে দিবো না। বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নিয্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদ জামিল মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলম মন্ডল, উপজেলা বিএনপির কুটির শিল্প বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রবি, সিনিয়র সহ সভাপতি খাইরুল মাষ্টার, সিনিয়র যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম সবুজ, যুবদলের সভাপতি মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান সিনহা প্রমুখ।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যোগ দিবেন বেগম খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ
   
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যোগ দিবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া।

আগামীকাল ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসভবন থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন।
কেগম খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পদমর্যাদার ২৬ জনকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মধুপুরে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৪জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
   
মধুপুরে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৪জন নিহত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বাস – পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৪জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর)সকালে মধুপুরের মালাউরি এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রবিউল, সুজন, বেলাল (বইল্লা)। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের সবার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর।স্থানীয়রা জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী পিকআপ মধুপুর উপজেলার মালাউরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন মারা যায়। মধুপুর থানার এসআই দুলাল মিয়া বলেন, ‘বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ি থেকে ঢাকার দিকে যাচ্ছিল অপরদিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চারজন মারা যায়। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ভূঞাপুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
   
ভূঞাপুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মী  সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৮ নভেম্বর)  বিকালে উপজেলার কষ্টাপাড়া ঈদগাহ মাঠে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।কর্মী সভায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান শাহীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদ জামিল মিন্টু।অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিএনপি নেতা তারিকুল ইসলাম সুজা ও আমজাদ প্রামাণিক। কর্মীসভায় ৩নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।