নিজস্ব প্রতিবেদক : সংবাদ প্রকাশের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন সাংবাদিকরা।
শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে ভূঞাপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।সভায় বক্তারা বলেন, অভিযুক্ত আজহারুল ও জাহিদের বিরুদ্ধে প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সেই সঙ্গে তাদের শ্রমিক সংগঠন থেকে দ্রুততম সময়ের মধ্যে বহিষ্কারসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, অর্থ সম্পাদক মো. কামাল হোসেন, সাবেক অর্থ সম্পাদক অভিজিৎ ঘোষ, দপ্তর সম্পাদক ফরমান শেখ, কার্যকরী সদস্য আল-আমিন শোভন প্রমুখ।এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম কৌশলে এড়িয়ে যান এবং সন্ধ্যার পর সাংবাদিকদের থানায় যেতে বলেন।গত ১ মে সরকারি নির্দেশনা ছাড়া সিএনজি-অটোরিকশার ভাড়া বাড়ানোর সংবাদ প্রকাশের ঘটনায় ৪ মে সাংবাদিকদের বিরুদ্ধে সমাবেশ ও দায়িত্ব পালনরত প্রেসক্লাবের সদস্য আরিফুজ্জামান তপুকে ধাওয়াসহ দলবল নিয়ে প্রেসক্লাবে হামলা চালান উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা আওয়ামী সাবেক যুগ্ম আহ্বায়ক আজহার ইসলাম আজহার। এসময় প্রেসক্লাব গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। পরে ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাদী হয়ে ভূঞাপুর থানায় আজহার ও জাহিদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯০-১০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।