বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ উদ্বোধন হবে ২০ সালের মার্চে-
লোকাল নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, আমাদের যেদিন থেকে কন্ট্রাক হবে সেদিন থেকে আগামী ৪ বছরের মধ্য বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমাংশ রেলসেতুর নির্মাণ কাজ শেষ হবে। ইতিমধ্যে সেতুর দুটি অংশে টেন্ডারিং প্রক্রিয়া শেষ হয়েছে। সেতুটি জাইকার অর্থায়নে জাপানিজ কোম্পানি ৩টি শর্ত ঋণ অনুযায়ী জাপানি ৩টি কোম্পানী পার্টিসেপ্ট করেছে। প্রথম যেটা অংশ সেটি প্রায় আমাদের ঐক্যমতের কাছাকাছি এবং এটা হয়তো হয়ে যাবে। তবে সেতুর পশ্চিম অংশে এখনো দ্বিমত আছে। সেটাও কাছাকাছি এসেছে। আশা করছি এটা ও হয়ে যাবে।
মঙ্গলবার(৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রস্তাবিত রেল পথ নির্মাণ প্রকল্প কাজের জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব জানান তিনি। রেলমন্ত্রী বলেন, সেতু পূর্ব ও পশ্চিম পাড়ের এবারের রেলসেতুটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শতবর্ষ জন্ম বার্ষিকী ২০২০ সালের ১৭ মার্চের আগে ও পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন তারিখ দেন সেটাকে সামনে রেখে রেল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন হতে পারে।তিনি বলেন, টাঙ্গাইলের করটিয়ার রেল স্টেশনে যে সমস্যা হয়েছে আগামী মাস থেকে চালু হয়ে যাবে।
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বঙ্গবন্ধু সেনানিবাসের বিগ্রেডিয়ার মো. জিয়াউর হক, লেফটেন্যান্ট কর্ণেল মুক্তাদির রহমান, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন, কালিহাতী নির্বাহী অফিসার শামীম আরা নিপা, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন প্রমুখ। এছাড়াও বঙ্গবন্ধু সেতু পূর্ব (বিবিএ) কর্তৃপক্ষের কর্মকর্তা সহ সেতু পূর্ব স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।