ভূঞাপুর প্রতিনিধিঃ আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগিতায় ভূঞাপুর উপজেলার ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ট্রসে জিতে ভূঞাপুর উপজেলা ব্যাডিংয়ে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। জবাবে টাঙ্গাইল জেলার বিবেকানন্দ হাই স্কুল ১৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৮৪ রান করে। খেলায় ম্যান অব দি ম্যাচ হয় মেহরাব হোসাইন মনি। এসময় টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (ক্রিড়া ও সাংস্কৃতিক) উপস্থিত থেকে বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় গত বার বিভাগীয় পর্যায়ে রার্নাস আপ হয়েছিল।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরে মুনিয়া হত্যা মামলার আসামি স্বামী মুস্তাক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ভূঞাপুরে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) হ”ত্যা” মামলার আসামি স্বামী মুস্তাককে (৪৭)গ্রেফতার …