কালিহাতীতে সাপের কামড়ে ৮ মাসের এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে সাপের কামড়ে সাজিদ (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধল্লাই গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাজিদ ওই গ্রামের প্রবাসী নুর আলমের একমাত্র ছেলে।

সাজিদের পরিবার জানায়, সকাল ১১টায় শিশুটি ঘরের ঘুমিয়ে ছিলো। শিশুটির চিৎকার শুনে গিয়ে তার হাতে সাপের কামড়ের দাগ দেখতে পান মা। পরে পরিবারের সদস্যরা স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা করান। পরিস্থিতি উন্নতি না হওয়ায় হাসপাতালে নেওয়া হয়।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান বলেন, শিশুটিকে মৃত্যু অবস্থায় নিয়ে এসেছিলো। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়। তিনি আরো বলেন, শিশুটিকে সাপে কামড়ালে প্রথমে স্থানীয়ভাবে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা করা হয়। এভাবে সময়ক্ষেপণ না করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

কালিহাতীতে ট্রাকের পেছনে ডিমবোঝাই পিকআপের ধাক্কা, চালক ও হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ট্রাকের পেছনে ডিমবোঝাই পিকআপের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *