গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক বৃদ্ধ


মামুন সরকার ঃ টাঙ্গাইলের সখিপুরে গলায় ফাঁস দিয়ে মো. নজরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার কুতুবপুর তালতলা এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম ওই গ্রামের মৃত নুর-মোহাম্মদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ও শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে সবার অজান্তে তিনি বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।সখিপুর থানার অফিসার ইনচার্জ আমীর হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.