আব্দুল লতিফ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঘাটাইলে শারদীয় দূর্গা পূর্জা উপলক্ষে লোকনাথ ব্রক্ষাচারী সেবা শ্রম মন্দির ভিত্তি প্রস্তর স্থাপন সম্প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গত শনিবার (৫অক্টেবর) বিকেল সাড়ে ৫টায় ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়ন কদমতলী গরাট্র সরকার বাড়ি পূজা মন্ডপে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা তেজগাও কলেজের অধ্যপক সরকার বাড়ী গারট্্র শ্রী শ্রী শারদীয় দুর্গাৎসব পুজা কমিটি সদস্য প্রফেসর ড.অধীর চন্দ্র সরকার। বাবু মনীন্দ্র মোহন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৩(ঘাটাইল ) সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মোস্তফা কামাল হুমায়ুন হিমু,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু,ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) মিসেস শাহীনা সুলতানা শিল্পী,সাবেক কান্ট্রি ডিরেক্টর,আইপাস ডা.এসএম শহীদুল্লাহ,ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.সাইফুর রহমান খান,৭নং দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন,দিগল কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,কবি ও প্রাবন্ধিক অধ্যাপক বাদল মাহবুব,সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব পূর্জা কমিটি সরকার বাড়ির সভাপতি শুধাংশু শেখর সরকার,সাধারণ সম্পাদক জীবন কুমার নন্দী প্রমুখ। এর আগে প্রধান অতিথি লোকনাথ ব্রক্ষাচারী সেবা শ্রম মন্দির ভিত্তি প্রস্তর স্থাপন করেন । পরে বাংলাদেশ বেতার টেলিভিনের বিশিষ্ট কণ্ঠশিল্পী সরস্বতী সরকার এর নেতৃতে সুদর্শন ললিতকলা একাডেমী ঢাকার সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।