ঘাটাইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু আহত ৬ জন


আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:
ঘাটাইলে পৃথক দুটি স্থানে বজ্রপাতে এক কলেজ ছাত্রসহ দুই জনের মৃত্যু এবং ৬ জন আহত হয়েছে । গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকাল সাড়ে ৫টা জামুরিয়া ইউনিয়নের নব রত্ববাড়ি গ্রামে শাহাদৎ হোসেন (৩৫) নামে এক ব্যাক্তি ঘটনাস্থলেই মারা যায়। সে পুকুরে মাছ ধরতে গিয়েছিল। নিহতের বাবার নাম আব্দুল ছালাম। একই সময় বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে গুণ গ্রাম থেকে মধ্যকর্না নিজ বাড়ি ফেরার পথে বজ্রপাতে সরকারি জিবিজি কলেজের প্রথম বর্ষের ছাত্র রনি (২০) মারা যায়। সে উপজেলার মধ্যকর্ণা গ্রামের আবু হানিফের ছেলে। এ ছাড়া পৃথক বর্জ্যপাতে আহত হয়েছেন আরো ৬ জন । এরা হচ্ছে- উপজেলার মধ্যকর্ণা গ্রামের আনিস আলীর ছেলের খোরশেদ আলম (৩২),আব্দুর রহমানের ছেলে রমজান আলী(৩০), নবররত্ব গ্রামের জুব্বার আলীর ছেলে আবেদ আলী (৩০), কান্দুলিয়া গ্রামের বেলাল হোসেন (৫৫), ও লিমন(২৭)।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের মনোহরা বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের মনোহড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব …

Leave a Reply

Your email address will not be published.