নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মোটরসাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত আহত হয়েছে আরো একজন।

শুক্রবার(১৬সেপ্টেম্বর)সন্ধা সাড়ে সাতটার দিকে ছনখোলা থেকে মটরসাইকেল নিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার দক্ষিণ পার্শে অটোর সাথে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-এরা এস,এস, সি পরিক্ষার্থী এগারকানিয়া গ্রামের গ্রামের ফজলুর রহমান খান এর ছেলে (২) নাঈম..(১৭) এবং মোঃ ছাত্তারের ছেলে সাকিল (১৭)।আহত হয়েছেন একইগ্রামের ডাঃ সুলতান খান এর ছেলে(১) রানা (১৮), ।
এলাকাবাসি জানায়, গতকাল সন্ধা ৭.৩০ মিনিটে ছনখোলা থেকে মটরসাইকেল নিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার দক্ষিণ পার্শে অটোর সাথে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তিন জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সেখানে তাদের অবস্থার অবনতি হলে রানাকে নেওয়া হয় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে। নাঈম ও সাকিল কে নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিল কে মৃত ঘোষণা করেন।সেখানে নাঈমের অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয় সেখানে নাঈমকে কর্তব্যরত চিকিৎসক সাকিল কে মৃত ঘোষণা করেন।।