নিজস্ব প্রতিবেদক : আদালত নিয়ন্ত্রন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহ ধর্মিনী ডা. জুবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এবং সাজা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে শুক্রবার( ৪জুলাই)বিকেলে শহরের ব্যাপারীপাড়া এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এড ফরহাদ ইকবাল। এছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মহিলাদলের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আদালত নিয়ন্ত্রন করে এই সরকারের ফরমায়েশী রায় আমরা মানি না মানবো না অভিলম্বে এই ফরমায়েশী রায় প্রত্যাহারের দাবী জানান নেতারা।