টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা’সহ ২জন মাদক কারবারিকে আটক করেছে র্্যাব ১২।

বুধবার (১১ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার তারোটিয়া ভাতকুড়া হাই প্রেসার সিএনজি পাম্পের সামনে অভিযান পরিচালনাকালে নওগাঁ জেলার মহাদেবপুর থানার চকগোড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুকনুজ্জামান (২২), ভালাইন গ্রামের রইছ আকন্দ’র ছেলে জুয়েল আকন্দ (২৮), কে ১০কেজি গাঁজা ২টি মোবাইল এবং নগদ ৭০০/- টাকা সহ হাতেনাতে আটক করা হয়। ধৃত আসামীদের কে জিজ্ঞাসাবাদে তারা জানায়, মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলা সদর থানা এলাকা সহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছে। পরে আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (ক)/৩৬(১) এর ১৯ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.