ভারই উচ্চ বিদ্যালয় মাঠে সিংগুরিয়া একাদশকে ১-০ গোলে হারিয়ে শিয়ালকোল ফুটবল একাদশ ফাইনালে

। নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই উচ্চ বিদ্যালয় মাঠে ভারই সুধীজন ১৩তম ফুটবল টূর্নামেন্ট ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২০ অক্টোবর) বিকেলে আয়োজিত খেলার উদ্ভোদন করেন অলোযা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো,আমিনুল ইসলাম নান্নু।

অনুষ্ঠিত ১ম আর্ধের উভয় দল ১-১ গোলে সমতা আসে কিন্তু দ্বিতীয় আর্ধর ৭০ মিনিট খেলা শেষে অতিরিক্ত সময়েও ফলাফল অমিমাংশিত থাকায়। পরে টাইব্রেকারে আবার ৫-৫ গোলের ব্যবস্থা করে কতৃপক্ষ তাতেও খেলা অমিমাংশিত থেকেই যায়।শেষে ১-১ গোলের কিক শুরু হলে সিংগুরিয়া একাদশের গোল রক্ষক মাসুমের শর্টে সিংগুরিয়া একাদশ ১-০ গোলে হেরে যায়। ফলে শিয়ালকোল ফুটবল একাদশ বড় জয়ের মুখ দেখে।এদিকে মাঠে খেলা শুরু হওয়ার সাথে সাথে গুরু /শিশ্ব্যর লড়াই ভারই উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনার জ্বর উঠে। ভারই উচ্চ বিদ্যালয় মাঠে সুধীজন ১৩তম অনুষ্ঠিত ফুটবল টূর্নামেন্ট ১ম সেমিফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো,মনিরুল ইসলাম বাবু,অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো,রফিকুল ইসলাম,পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো,জাহিদ হাসান, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো,আসাদুল ইসলাম বাবুল,মো,রকিবুল হোসেন ভুইয়া,ভারই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,কামরুল ইসলাম সেলিম, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শরীর চর্চা শিক্ষক মো,হারুন অর রশিদ প্রমূখ।এছাড়া খেলা উপভোগ করতে ভূঞাপুর, গোপালপুর , ঘাটাইল ও কালিহাতি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার লোকজন আসে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *