ভুঞাপুর আরফান আলী মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

লোকাল নিউজ ডেস্ক: ভুঞাপুর আরফান আলী মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ বাৎসরিক ওয়াজ মাহফিল গত ২৬ নভেম্বর রবিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে। ইব্রাহীম তরণ সংলগ্ন আব্দুল কদ্দুসের রাইচ মিল মাঠে আয়োজিত ওযাজ মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাততা আলহাজ্ব মো: আরফান আলী। রাত ব্যাপী কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন জুনাইদ আল হাবীব। এছাড়া স্থানীয় ওলামায় কেরাম উপস্থিত থাকিয়া কোরআন ও হাদিসের বয়ান করেন। এতে এলাকার আসংখ্যা ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে অংশ গ্রহন করেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.