মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ জুলাই সকালে প্রশাসনের আয়োজনে উপজেরা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছাঃ নারগিছ বেগম, ভাইস চেয়াম্যান আলিফ নূর মিনি,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, ফলদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম তালুকদার দুদু, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দুলাল চকদার অর্জুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল আলম মাহবুব, নিকরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদুর হক মাসুদ, গাবসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাপলাসহ আইন – শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন ভূঞাপুরে আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভূঞাপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক , চোরাকারবারি, ইভটিডিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ বিষয়ে দিক নির্শেনামূরক বক্তব্য রাখেন।