মো: নাসির উদ্দিন, ভূঞাপুর প্রতিনিধি ঃটাঙ্গাইলের ভূঞাপুরে ১৮ ডিসম্বের সোমবার সকাল সাড়ে ১১ টায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্র্রধান প্রধান সড়ক প্র্রদক্ষীন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহীনুর ইসলাম,উপজেলা কৃষি অফিসার মোঃ জিয়াউর রহমান, সমাজসেবা অফিসার মাহমুদ হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …