লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নে সোমবার দুপুরে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় “কম্বাইন হার্ভেস্টার,বেড প্লান্টার ও সীডার যন্ত্রের প্রদর্শনী ও এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।স্থানীয় মাইজবাড়ি গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাসুদুল হক মাসুদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল,ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা.আমিনা খাতুন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.জিয়াউর রহমান।এতে কম্বাইন হার্ভেস্টরের মাধ্যমে একই সাথে ধান কাটা,ধান মাড়াই ও বস্তাবন্ধি করা,বেড প্লান্টারের মাধ্যমে জমিচাষ,সার প্রয়োগ ও বীজ বপনের সাথে সাথে বেড তৈরী করা এবং সীডারের মাধ্যমে বীজ বপনের কৌশল প্রদর্শিত হয়।অনুষ্ঠানে চার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিল।পরিচালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদ ।
এটাও চেক করতে পারেন
ঘাটাইলে বিল নার্সারী স্থাপনের উপকরণ বিতরণ!
ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বিল নার্সারী স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে। …