ভুঞাপুর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
লোকাল নিউজ ডেস্ক : সকল জীবের মঙ্গল কামনায় টাঙ্গাইলের ভুঞাপুর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার (২৩ আগস্ট) একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ভুঞাপুর কেন্দ্রীয় নাটমন্দির থেকে শুরু করে উপজেলা পরিষদ হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভুঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্মরণ দত্ত,সাধারন সম্পাদক রবীন্দ্র চন্দ্র দাস,উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি সুবোধ দত্ত, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি নিখিল চন্দ্র বসাক, নাটমন্দির কমিটির সভাপতি সুভাষ তরুণী দাস, কোষাধ্যক্ষ নিরাঞ্জন ঘোষ নিরু, কালীমন্দির কমিটির সম্পাদক মানিক তরুণী দাস প্রমুখ।
আপনার মতামত লিখুন