ভূঞাপুরে নতুন আলু প্রতি কেজি ২শ টাকা!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ‘শীতের সবজি বাজারে আসলেও নতুন আলুর দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে।প্রতি কেজি নতুন আলুর দাম চাচ্ছে ২শ টাকা।শনিবার (১৮ নভেম্বর) ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী কাঁচা বাজার ঘুরে আলু বাঁজারে আকাশ ছোঁয়া এমন দামে ক্রেতাদের হতাশের বিষয়টি লক্ষ্যে করা যায়।

পেশায় একজন স্কুল শিক্ষক লতিফ তালুকদার জানান, ‘শীতের সবজি বাজারে আমদানি হলেও নতুন আলুর দাম ক্রয়ক্ষমতার বাইরে। তিনি আরও জানান, ‘শুধু আলুর দামই বেশি নয়, শীতের সবজি বাজারে অনেক পাওয়া গেলেও স্বাভাবিকের তুলনায় অন্যান্য শাক-সবজির দাম বেশ চড়া। আমাদের আয়ের চেয়ে দ্রব্য মুল্য বেশি হওয়ায় হতাশায় ভুগছি। যেখানে ১ কেজি ব্রয়লার মুরগির দাম ১ শ ৬০ টাকা থেকে ১শ ৭০ টাকা সেখানে ১ কেজি আলু বিক্রি হচ্ছে ২শ টাকা’।স্থানীয় এনজিওকর্মী কাওসার হোসেন বলেন, ‘বাজারে শীতে প্রচুর সবজি থাকলেও তুলনামূলক দাম চড়া। মুলা ব্যতিত সকল সবজির দাম হাতের নাগালের বাহিরে। বিশেষ করে নতুন আলু কিনতে দাম শুনে হতাশ হয়েছি। প্রতি কেজি আলু ২শ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা কেনা আমাদের মতো মানুষের কষ্টসাধ্য’।গোবিন্দাসী কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী সুরমান আলীসহ অনেকে বলেন, ‘শনিবার প্রথমবারের মতো গোবিন্দাসী বাজারে নতুন আলু এসেছে। এটি আগাম জাতের আলু। মোকাম থেকে আমরা বেশি দামে কিনেছি। এছাড়া অবরোধের কারণে পরিবহন খরচও বেশি। যার ফলে বেশি দরে বিক্রি করতে হচ্ছে’।বাজার ঘুরে জানা যায়, ছোট আকারের আলু ৬০ টাকা, হাইব্রিড আলু ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ, পাতা কফি, ফুল কফি, শিম, বরবটি, মুলা, গাজর, ডাটা, বেগুনসহ অন্যান্য সবজির দাম আগের তুলনায় কিছুটা দাম কমছে। তবে, শীতে পাতা পেঁয়াজ আসলেও দেশী পেঁয়াজের ঝাঁজ এখনো কমেনি।এদিকে, বাজার মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসনে বলেন, ‘উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে মুদি ও সবজি ব্যবসায়ীদের দোকানগুলোতে মূল্য তালিকা সাঁটানোর জন্য নির্দেশনা দেওয়া আছে। এছাড়া আমাদের নিয়মিত মনিটরিং চলমান’।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *