মো:মিজানুর রহমান: টাঙ্গাইলের ভূঞাপুরে নদী ভাঙন কবলিত এলাকার চারটি ইউনিয়নে উপজেলা প্রসাশনের উদ্যোগে জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডার থেকে ৭৩৪টি পরিবারের মধ্যে ৩০কেজি করে ২২টন চাল এবং ২৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। শুকনো খাবারের মধ্যে ছিল ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১কেজি গুড়, লবন ১প্যাকেট ও সয়াবিন তেল ১লিটার ।
ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লাহ, বিতরণ তদারকি কর্মকর্তাগণ এবং ইউপি সদস্যগণ।