নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশু ফাতেমার মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ফাতেমা ওই গ্রামের আ. রহিমের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়,ফাতেমা ও তার ফুফাতো ভাই পুকুরে গোসল করতে গিয়েছিল। পুকুরে গোসল করার একপর্যায়ে সাঁতার না জানায় ফাতেমা পানিতে ডুবে যায়। ফাতেমাকে পানিতে ডুবে যেতে দেখে তার ফুফাতো ভাই ডাকচিৎকার করে। এসময় লোকজন এসে ফাতেমাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।