নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯ টারদিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বাসস্ট্যান্ড, বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।এতে অংশ গ্রহন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাংকৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল পৌনে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শরীফ আহম্মেদ,থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম মিঞা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মজিদ মিঞা,আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমূখ। আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ,চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহনকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবকঅর্পণ,আলোচনা,দোয়ামাহফিল ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এটাও চেক করতে পারেন
কালিহাতীতে ৯০ বছর বয়সী নারীকে ধর্ষণ ২৬ বছর বয়সী মাদকাসক্ত যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ৯০ বছর বয়সী বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে ২৬ বছর বয়সী …