লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় এক শোক র্যালি বের করা হয়।এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি,উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
উপজেলা প্রশাসন আয়োজিত শোক র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ গ্রহন করেন রাজনৈতিক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা- কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী,সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।