আব্দুর রাজ্জাক,ভূঞাপুর: ভূঞাপুরে বাজাজ মোটর সাইকেলের শোরুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলা কম্পাউন্ডের সামনে খান সুপার মার্কেটে এ শোরুমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,সহকারি কমিশনার(ভূমি) মো.আসলাম হোসাইন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মাহমুদুল হাসান,আওয়ামীলীগ নেতা মো.আজহারুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল,বিএনপি নেতা আলমগীর হোসেন তালুকদার।এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারি হায়দার আলী খান।