নিজস্বি প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি‘র তিন নেতার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ ) বিকেলে সাবেক মন্ত্রী ও এমপি, জেলখানায় অসুস্থ, ও তার ছোট ভাই টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি,কৃষিবিদ শামসুল আলম তোফা এবং থানা বিএনপি’র সংগ্রামী সাধারন সম্পাদক সেলিমুজ্জামান সেলু এই তিন জনের সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে ভূঞাপুর উপজেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন, এ্যাডভোকেট গোলাম মোস্তফা।এসময় অস্থায়ী কার্যালয়ে,ভূঞাপুর থানা বিএনপি, পৌর বিএনপি ও সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ দোয়ায় অংশ নেয়।